Delivery Rules

🚚 ডেলিভারি নিয়মাবলী | SR Hut

আমাদের লক্ষ্য হলো আপনাকে দ্রুত, নিরাপদ এবং নির্ভরযোগ্য ডেলিভারি সার্ভিস প্রদান করা। নিচে আমাদের ডেলিভারি সম্পর্কিত নিয়মাবলী দেওয়া হলো:


১. 🌍 সার্ভিস এরিয়া:

আমরা সারা বাংলাদেশে ডেলিভারি সার্ভিস প্রদান করি।


২. ⏳ ডেলিভারির সময়সীমা:

ঢাকার ভিতরে: ২–৪ কর্মদিবস

ঢাকার বাইরে: ৩–৭ কর্মদিবস

⚠️ সরকারি ছুটি, বিশেষ উপলক্ষ বা কুরিয়ার সার্ভিসের বিলম্বে ডেলিভারির সময় কিছুটা বাড়তে পারে।


৩. 💰 ডেলিভারি চার্জ:

ঢাকা শহরে: ৳৬০ – ৳৮০

ঢাকার বাইরে: ৳১০০ – ৳১৩০

🎁 বিশেষ অফারে মাঝে মাঝে ফ্রি ডেলিভারি অফার চালু থাকতে পারে।


৪. 💵 ক্যাশ অন ডেলিভারি (COD):

সারা দেশেই ক্যাশ অন ডেলিভারি সুবিধা রয়েছে।

অনুগ্রহ করে ডেলিভারির সময় নির্ধারিত টাকা প্রস্তুত রাখুন।


৫. 📩 কনফার্মেশন ও ট্র্যাকিং:

অর্ডার কনফার্ম হলে SMS/ইমেইলের মাধ্যমে জানানো হবে।

প্রয়োজনে ডেলিভারির আগে ফোনে যোগাযোগ করা হবে।


৬. 📦 মিসড ডেলিভারি:

কাস্টমার অনুপস্থিত থাকলে পুনরায় ডেলিভারি চেষ্টার করা হবে।

একাধিক ব্যর্থ চেষ্টার পর অর্ডার ক্যানসেল হতে পারে।


৭. 🔍 পণ্য যাচাই:

পণ্য গ্রহণের সময় অবশ্যই পরীক্ষা করে নিন।

ভুল বা ত্রুটিপূর্ণ পণ্য পেলে সঙ্গে সঙ্গে আমাদের কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন।


📞 কাস্টমার কেয়ার:

🌐 ওয়েবসাইট: www.srhut.com

📧 ইমেইল: contact@srhut.com

📱 হটলাইন: 01887-766500


✨ SR Hut সবসময় চেষ্টা করে আপনাকে সময়মতো আসল ও মানসম্মত পণ্য পৌঁছে দিতে।